শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ২১ অক্টোবর ২০২৫

ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০ ওভারই স্পিনে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের অনন্য নজির

ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০ ওভারই স্পিনে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের অনন্য নজির
ছবি: সংগৃহীত

মিরপুরের স্পিন-স্বর্গে ওয়ানডে ক্রিকেটে গড়ল এক অভূতপূর্ব ইতিহাস। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো পুরো ৫০ ওভারই স্পিন বোলিংয়ে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় টাইগাররা। ম্যাচের শুরুতেই ইতিহাস গড়ে ক্যারিবিয়ানরা। দুই প্রান্তেই স্পিন দিয়ে ইনিংসের সূচনা করেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইস। এরপর থেকে ইনিংসের শেষ পর্যন্ত চলতে থাকে শুধু স্পিনের ঘূর্ণি।

ম্যাচের শেষ ওভারটি শেষ করেন আকিল হোসেন, যিনি আগের রাতেই দলে যোগ দেন। তাঁর হাতেই ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসগড়া স্পিন অধ্যায়ের সমাপ্তি ঘটে। ওয়ানডে ক্রিকেটের প্রায় ৫৫ বছরের ইতিহাসে আগে কখনও কোনো দল পুরো ৫০ ওভার স্পিন দিয়ে শেষ করেনি।

এর আগে কোনো দলই এক ইনিংসে ৪৫ ওভার স্পিনও দেয়নি। এর আগে তিনবার সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন করিয়েছিল শ্রীলঙ্কা ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪ সালে।

মিরপুরে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের একাদশে ছিল না কোনো বিশেষজ্ঞ পেসার। পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস ও মিডিয়াম পেসার শেরফেন রাদারফোর্ড থাকলেও তাদের কাউকেই বোলিংয়ে ব্যবহার করেননি অধিনায়ক শেই হোপ।

আকিল হোসেন ও রোস্টন চেইসের সঙ্গে স্পিন আক্রমণে যুক্ত ছিলেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের ও গুডাকেশ মোটি। পঞ্চম স্পিনার হিসেবে বোলিং করেন অনিয়মিত স্পিনার আলিক আথানেজ। এই পাঁচ বোলারই ভাগাভাগি করে নেন পুরো ৫০ ওভার—প্রতিজনই বোলিং করেন ১০ ওভার করে।

বাংলাদেশের মাঠে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪০ ওভার স্পিন হয়েছিল দুইবার। ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২০১২ সালে মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে এবার সেই রেকর্ড ভেঙে মিরপুরের মাটিতেই গড়ল নতুন এক ইতিহাস। পুরো ইনিংসজুড়ে স্পিনের দাপট, এক ফোঁটাও পেসের ছোঁয়া নয়।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ