শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৫০, ২৩ অক্টোবর ২০২৫

সৌম্য-সাইফের ফিফটি, ওপেনিংয়ে একশ’ ছাড়াল বাংলাদেশ

সৌম্য-সাইফের ফিফটি, ওপেনিংয়ে একশ’ ছাড়াল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও সৌম্য সরকার দুই ওপেনার শতক ছাড়ানো জুটি গড়েছেন।

বাংলাদেশ ১৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৯ রানে ব্যাট করছে। সৌম্য সরকার ৫২ বলে ৫৪ রান করেছেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মেরেছেন। সাইফ হাসান ৪৪ বলে ৫২ রানে খেলছেন। চারটি করে চার ও ছক্কা মেরেছেন এই ডানহাতি। এর আগে গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে ৫৩ রানের জুটি গড়েছিল বাংলাদেশ।

টাইগারদের ইনিংস চলছে দারুণভাবে। ১৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোর ১০৯। ওপেনার সৌম্য সরকার ৫২ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন—মেরেছেন পাঁচটি চার ও দুটি ছক্কা। অপরপ্রান্তে সাইফ হাসানও খেলছেন আক্রমণাত্মক ইনিংস, ৪৪ বলে করেছেন ৫২ রান, যেখানে রয়েছে চারটি চার ও সমান সংখ্যক ছক্কা।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। চার স্পিনার ও এক পেসার আছেন বাংলাদেশ একাদশে। ওয়েস্ট ইন্ডিজও চার নিয়মিত স্পিনার নিয়েছে তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২০৭ রান করেও সহজ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২১৩ রান করে ইনিংসের শেষ বলে ক্যাচ ফেলে ম্যাচ টাই করে ফেলে বাংলাদেশ। সুপার ওভারে ১ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, খেরি পেরি।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ