শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৫৫, ২১ অক্টোবর ২০২৫

সুপার ওভারে জিতে সিরিজের সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ

সুপার ওভারে জিতে সিরিজের সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত

সুপার ওভারে মাত্র ১ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৩ অক্টোবর শেষ ওয়ানডেটি তাই অঘোষিত ফাইনাল হয়ে উঠেছে।

১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জয় অধরাই থেকে যায় সৌম্য সরকার ও সাইফ হাসানদের। নারী দলের মতোই শেষ ওভারে জয় হাতছাড়া করে পুরুষ দলও।

বাঁহাতি স্পিনার আকিল হোসেনের করা সুপার ওভারের প্রথম বৈধ বল ছিল ওয়াইড। পরের বলে নো বল করে দেন তিনি, সেই বলে সৌম্য নেন দুই রান। তবে ফ্রি হিটে এক রানের বেশি নিতে পারেননি। পরের বলেই ডট দেন আকিল, আর চতুর্থ বলে বাউন্ডারি লাইনে সৌম্যকে ক্যাচ বানিয়ে ফেরান।

পঞ্চম বলে লেগবাই থেকে আসে এক রান। ফলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। এর আগেই আকিল দেন আরেকটি ওয়াইড। কিন্তু শেষ বলে কেবল একটি রানই নিতে পারেন সাইফ হাসান। ১ রানে ম্যাচ জিতে সিরিজে টিকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ১০ রান। প্রথম বলে এক রান দিলেও দ্বিতীয় বলেই শেরফান রাদারফোর্ডকে আউট করেন মুস্তাফিজুর রহমান। চতুর্থ বলে ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ ছাড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ বলে চার মেরে দলকে ১০ রানে নিয়ে যান শাই হোপ।

এর আগে শেষ ওভারের রোমাঞ্চেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৫ রান, আর বাংলাদেশের দরকার ২ উইকেট। অফস্পিনার সাইফ হাসান প্রথম দুই বল ডট দিলে আশা জাগে বাংলাদেশের। পরের দুই বলে দুটি সিঙ্গেল নেন ব্যাটাররা।

শেষ দুই বলে ৩ রান দরকার থাকলে পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন সাইফ। শেষ বলে ৩ রানের সমীকরণে ব্যাট করতে নামেন খারি পিয়েরে। তার মারায় বল স্কয়ার লেগে উঠে গেলে নুরুল হাসান সোহান দৌড়ে গেলেও ক্যাচটি ধরতে পারেননি। সেই সুযোগে দুই রান নিয়ে ম্যাচকে সমতায় ফেরান হোপ ও পিয়েরে।
 

সর্বশেষ