অভিষেকে ৫ উইকেট নিয়ে ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ আফ্রিদি
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে বিরল এক কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিনের বয়সে টেস্ট অভিষেকের সুযোগ পাওয়া আফ্রিদি, বুধবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।
এর মাধ্যমে তিনি ৯২ বছর আগে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের অভিষেকে সর্বোচ্চ বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছাড়িয়ে গেলেন। সাইমন হার্মারের উইকেট নেয়ার পরই রেকর্ড বইয়ে নাম তোলেন আসিফ আফ্রিদি। হার্মার তার মিডল স্টাম্পের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি এবং রিভিউ নিলেও এলবিডব্লিউর সিদ্ধান্ত বহাল থাকে।
ইংল্যান্ডের লেগ স্পিনার চার্লস ম্যারিয়ট ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দীর্ঘ ৯২ বছরের রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক করা আফ্রিদি পাকিস্তানের তৃতীয় ‘বুড়ো’ ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন। কিন্তু বল হাতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি অভিষেকেই বিশ্বের সবচেয়ে বয়সে ৫ উইকেট নেওয়া ক্রিকেটারের খেতাব অর্জন করলেন।
রেকর্ড গড়ার পথে ম্যাচের দ্বিতীয় দিনে আসিফ আফ্রিদি ২ উইকেট নিয়েছিলেন। আজ সকালে তিনি দ্রুত দুই সেট ব্যাটার ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনাকে আউট করেন। এরপর হার্মারকে এলবিডব্লিউ করে তিনি মাইলফলকটি স্পর্শ করেন। পাকিস্তানের হয়ে অভিষেকে এর আগে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ড ছিল নোমান আলির (২০২১ সালে ৩৪ বছর ১১১ দিন বয়সে)।
সদ্য সংবাদ/এসএইচ



























