শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২১ অক্টোবর ২০২৫

রিশাদের ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ছাড়ালো দুইশ’

রিশাদের ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ছাড়ালো দুইশ’
ছবি: সংগৃহীত

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় আবারও বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে রিশাদ হোসেনের ঝোড়ো ইনিংসে ভর করে দুইশ’র গণ্ডি পেরিয়েছে টাইগাররা।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে ২১৩ রান তোলে স্বাগতিকরা।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কন (১৭) ফিরে গেলে ২৮ ওভারে দলের স্কোর দাঁড়ায় ৯৬/৪। এসময় একপ্রান্তে লড়াই চালিয়ে যান ওপেনার সৌম্য সরকার। তবে তিনিও ফিফটি মিস করে ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা।

দলীয় ১০৩ রানে পঞ্চম এবং ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংস সামলে তোলেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। নাসুম আহমেদ ২৬ বলে ১৪ রান করে ফেরার পর সোহান খেলেন ২৪ বলে ২৩ রানের কার্যকর ইনিংস। দুটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ব্যাটিং। মিরাজ ছিলেন শেষ পর্যন্ত অপরাজিত, ৫৮ বলে করেন ৩২ রান।

তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি আসে রিশাদের ব্যাট থেকে। আট নম্বরে নেমে তিনি মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে তিনটি চার ও তিনটি ছক্কা। তাঁর এই ক্যামিওতেই দুইশ’ ছাড়িয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আকিল হোসেন। ১০ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পার্টটাইম স্পিনার আলিস আথানজে ১০ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন আরও ২ উইকেট। তবে ব্যয়বহুল ছিলেন নিয়মিত স্পিনার গুড়াকেশ মোতি, ১০ ওভারে ৬৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। খেরি পেরি উইকেটশূন্য থেকে গেছেন, ১০ ওভারে দিয়েছেন ৪৩ রান।

ওয়ানডে ইতিহাসে প্রথম কোন দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভারই কোনো পেসার ছাড়া সম্পূর্ণ ইনিংসে স্পিনার দিয়ে বোলিং সম্পন্ন করেছে। এর আগে সর্বাধিক ৪৪ ওভার স্পিন বোলিং করিয়েছিল শ্রীলঙ্কা ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওমান করিয়েছিল ৪৩.৪ ওভার স্পিন বোলিং। ওয়েস্ট ইন্ডিজ আগে কখনও ৩৫ ওভারের বেশি স্পিন দিয়ে বোলিং করায়নি।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ