শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৩, ২০ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার সহজ জয়, হারে শুরু গিলের ওয়ানডে অধিনায়কত্ব

অস্ট্রেলিয়ার সহজ জয়, হারে শুরু গিলের ওয়ানডে অধিনায়কত্ব
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারতের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া সহজ জয় পেতে সফল হয়েছে। পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে বৃষ্টির বারবার হানা ম্যাচকে বারবার স্থগিত করতে চাইলেও মাঠকর্মীদের নিরলস পরিশ্রম প্রতিবার খেলার উপযোগী করে তুলেন। সেই কারণে ২৬ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয় অর্জন করে।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই হোঁচট খায়। দলীয় মাত্র ২৫ রানে হারিয়ে ফেলে তাদের প্রথম তিন ব্যাটার। নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিল মাত্র ১০ রানে আউট হন। ৭ মাস পর ওয়ানডেতে প্রত্যাবর্তন করা দুই ক্রিকেট কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি বড় সংগ্রহ করতে ব্যর্থ হন। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে রোহিত ৮ রান করে ফিরে যান, আর কোহলি রানের খাত খোলার আগেই শূন্য রানে আউট হন। ভারতের টপ অর্ডারের এই ধস দলের উপর চাপ সৃষ্টি করে।

ভারত দলের ইনিংস সামাল দিতে চতুর্থ উইকেট জুটি গড়ে অক্ষর প্যাটেল (৩১) ও লোকেশ রাহুল (৩৮) দলকে বাঁচানোর চেষ্টা করেন। দুজন মিলে ৫৬ বলে ৮৪ রানের জুটি গড়ে দলের ইনিংসকে কিছুটা স্থিতিশীল করে। বৃষ্টি চারবার ম্যাচে প্রভাব ফেললেও শেষ পর্যন্ত ভারত ২৬ ওভারে ১৩৭ রান করে থামে। অস্ট্রেলিয়ার পক্ষে জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক মিচেল মার্শ। ৪৬ রানের ইনিংস খেলে তিনি দলের জয়ের নেতৃত্ব দেন। তার সঙ্গে ২১ রান করা ম্যাট রেনশও জয় নিশ্চিত করেন। প্রতিপক্ষের বিপক্ষে জশ হ্যাজলউড, মিচেল ওয়েন ও ম্যাথিউ কুনেম্যান দুইটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার সহজ জয় নিশ্চিত হয়, ২৯ বল হাতে রেখে মাত্র ১৩৭ রানের লক্ষ্য অর্জন করে। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। অন্যদিকে ভারত নতুন অধিনায়ক শুবমান গিলের অধিনায়কত্বে হারের শুরু করল। ম্যাচ শেষে খেলোয়াড়রা জানিয়েছেন, বৃষ্টির কারণে ইনিংসগুলোতে সামঞ্জস্য বজায় রাখা কঠিন হলেও, অস্ট্রেলিয়ার দল তাদের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ পরিচালনা করতে পেরেছে।

শেষ পর্যন্ত এই জয় অস্ট্রেলিয়ার জন্য আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সিরিজে শক্ত অবস্থান নিশ্চিত করল, আর ভারতের জন্য নতুন অধিনায়ক শুবমান গিলের অধিনায়কত্বের শুরুটা কিছুটা হতাশাজনক হলো।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ