আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিং এবং মুরাদ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বিশাল ৩০১ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে আইরিশদের স্কোর ছিল ৫ উইকেটে ৮৫ রান। আজ ম্যাচের চতুর্থ দিনে বাকি ৫ উইকেট নিতে বাংলাদেশকে কিছুটা অপেক্ষা করতে হয়।