ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. দীর্ঘ যানজট, যাত্রীরা দুর্ভোগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী এবং যানবাহন চালকরা।
জানা গিয়েছে, বুধবার ভোররাতে মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় চট্রগ্রামগামী লেনে একটি যানবাহন বিকল হওয়ায় এই যানজটের সূত্রপাত। সকালে কিছুটা যানজট পরিস্থিতি কিছুটা সহনীয় হলেও দুপুর থেকে আবারও দেখা দেয় তীব্র যানজট। অসহনীয় যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পড়তে দেখা যায়। দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবোঝাই দূরপাল্লার সব যানবাহন। স্বল্প দূরত্বের যাত্রীরা উপায়ান্তর না পেয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
যানজটে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘সকালে ঢাকা থেকে বাসে উঠেছি। শিমরাইলে এসে যানজটে ৩ ঘণ্টা আটকা পড়েছি।’
চট্টগ্রামের যাওয়ার পথে যানজটে আটকে পড়া আরেক যাত্রী বলেন, ‘একুশে পরিবহনে শিমরাইল থেকে উঠেছি। কাঁচপুর পার হতে ২ ঘণ্টা সময় লেগেছে। এখনও যানজটে পড়ে আছি। গাড়ি নড়ছেই না। পুলিশ কী করছে জানি না।’
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘মোগড়াপাড়া ও দড়িকান্দি এলাকায় বড় গাড়ি বিকল হওয়াতে যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ছুটি উপলক্ষে মহাসড়কে গাড়িরও দ্বিগুণ চাপ রয়েছে। সাইনবোর্ড ছাড়িয়ে গিয়েছিল যানজট। বুধবার দুপুর ১টার পর থেকে যানজট কমতে শুরু করেছে।’
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘গাড়ি বিকল হওয়ার পাশাপাশি বৃষ্টি, অপরদিকে পূজা উপলক্ষে ছুটি থাকায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে।’ আমরা হাইওয়ে পুলিশ ভোররাত থেকে যানজট নিরসনে কাজ করছি জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখন যানজট অনকেটাই কেটে গেছে। ধীরগতিতে যানবাহন চলছে।’