বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বৃথা গেল নিশাঙ্কার সেঞ্চুরি, সুপার ওভারে জয় ভারতের

বৃথা গেল নিশাঙ্কার সেঞ্চুরি, সুপার ওভারে জয় ভারতের
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোরের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর নাটকীয় জয় পেয়েছে ভারত। সুপার ওভারে বামহাতি পেসার আর্শদীপ সিংয়ের অসাধারণ নৈপুণ্যে মাত্র ২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা, আর সেই ভরসাতেই জয়ের হাসি ফুটে ওঠে সূর্যকুমার যাদবের দলের মুখে।

মূল খেলায় শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। হার্ষিত রানার বলে দাসুন শানাকা লং-অন অঞ্চলে শট খেললেও অর্শদীপের ফিল্ডিং মিসে লঙ্কানরা নেন ২ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

তবে ভাগ্য আর সঙ্গ দেয়নি আশালঙ্কাদের। সুপার ওভারে আর্শদীপের প্রথম বলেই আউট হন কুশল পেরেরা। পঞ্চম বলে শানাকাও ফেরেন ডিপ থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে। মাত্র ২ রানেই সংগ্রহ করতে পারে শ্রীলঙ্কা। জবাবে প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার ডেলিভারি এক্সট্রা কাভারে পাঠিয়ে সহজে ৩ রান নিয়ে ম্যাচ জিতিয়ে নেন সূর্যকুমার যাদব।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলে ভারত। দ্বিতীয় ওভারে শুভমান গিলকে হারালেও দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে জুটি গড়ে দলের ভিত শক্ত করেন অভিষেক শর্মা। সূর্য ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার শিকার হলে ভাঙে এ জুটি। এরপর তিলক ভার্মাকে নিয়ে কিছুক্ষণ পার্টনারশিপ গড়লেও নবম ওভারে আসালাঙ্কার বলে থামেন অভিষেক। তবে এর আগেই খেলেন ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ৪১ বলে ৬৬ রানের জুটি গড়েন। স্যামসন ২৭ বলে ৩৯ রান করেন। তিলক ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অক্ষর ১৫ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে ২০২ রানে পৌঁছে দেন।

জবাবে তৃতীয় বলে কূলশ মেন্ডিসকে হারালেও কূশল পেরেরাকে সঙ্গে নিয়ে ১২৭ রানে জুটি গেড়েন নিশাঙ্কা। ৩২ বলে ৫৮ রান করে পেরেরা আউট হলেও একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন  নিশাঙ্কা। ৫৮ বলে খেলেন ১০৭ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। হার্ষিত রানার করা ওভারের প্রথম বলে ফাইন লেগে ক্যাচ আউট হন নিশাঙ্কা। শেষ ২ বলে দরকার ছিল ৭ রান। পঞ্চম বলে সানাকা বাউন্ডারি হাঁকালে শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৩ রান। ২ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানে শেষ হাসি হাসে ভারত।

 

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ