বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে ফাইনালে ভারত

বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে ফাইনালে ভারত
ছবি: সংগৃহীত

লিটনের অনুপস্থিতিতে জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করে টাইগাররা। এই জয়ের মাধ্যমে সবার আগে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা আশাব্যঞ্জক হলেও ভারতীয় বোলারদের সামনে টিকে থাকতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম আউট হলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে ভালো অবস্থান তৈরি করেছিল। তবে ষষ্ঠ ওভারে ইমন (১৯ বলে ২১) কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরলে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। এরপর দ্রুতই তাওহীদ হৃদয় (৭), শামিম হোসেন (০) ও অধিনায়ক জাকের আলী রানআউট হয়ে ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ।

যদিও এমন পরিস্থিতিতে একাই লড়াই চালিয়ে যান সাইফ হাসান। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। ৫১ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৯ রান করেন তিনি। ১৭তম ওভারে কুলদীপ যাদব টানা দুই বলে রিশাদ হাসান ও তানজিম সাকিবকে সাজঘরে ফেরান। শেষদিকে সাইফ হাসানের উইকেটও তুলে নেন বুমরাহ। শেষ ১৬ বলে দরকার ছিল ৫৩ রান, যা আর সম্ভব হয়নি।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই বিনা উইকেটেই ৭২ রান তুলে ফেলেছিল ভারত। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগস্পিনার রিশাদ হোসেন। এরপর বাংলাদেশের সব বোলাররাই মোটামুটি ভালো বোলিং করেছেন। তাতে ১৬৮ রানেই থেমে গেছে ভারতের ইনিংস। 

দলের পক্ষে ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা। এছাড়া মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৮ রান। বল হাতে হতাশ করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিন ওভারে ৩৭ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি।

সর্বশেষ