‘নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে আদালতই সিদ্ধান্ত নেবে’

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এ নিয়ে সরকারের কোনো ধরনের পদক্ষেপ বা সিদ্ধান্ত নেই।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখার সময় তিনি এ কথা জানান। পরে তিনি শহরের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সম্প্রীতির পরিবেশে নির্বিঘ্নে পূজা করতে পারেন, সে ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যেই নানা ধরনের বাধার সম্ভাবনার খবর পাওয়া গিয়েছিল, এমনকি বিদেশ থেকেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা ছিল। তবে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিষ্ঠার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।