ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৩৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ২১ হাজার ৭৯৯ জন।
এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ১৩ হাজার ৬৪৫ জন পুরুষ ও ৯ হাজার ৫৭৫ জন নারী।
বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা (গত ২৪ ঘণ্টায়):
-
বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ৭৩ জন
-
চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৫৮ জন
-
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৯ জন
-
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩৭ জন
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৫৭ জন
-
খুলনা বিভাগ: ৩৭ জন
-
ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে): ২৫ জন
-
রাজশাহী বিভাগ: ৫২ জন
-
রংপুর বিভাগ: ৪ জন
-
সিলেট বিভাগ: ৩ জন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসচেতনতা এবং মশা নিধনে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনগণের সম্মিলিত পদক্ষেপ জরুরি।