বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ৭ আগস্ট ২০২৫

সুষ্ঠু নির্বাচনই এখন সরকারের প্রধান দায়িত্ব: প্রধান উপদেষ্টা 

সুষ্ঠু নির্বাচনই এখন সরকারের প্রধান দায়িত্ব: প্রধান উপদেষ্টা 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকে জানিয়েছেন, গত ৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করা।”

এছাড়া বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদিত হয়—যার আওতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে একটি জাতীয় পুরস্কার চালু করা হবে। সম্প্রতি যুদ্ধবিমান দুর্ঘটনায় নিজের জীবন ঝুঁকিতে ফেলে তিনি শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন।

সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও অংশ নেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত বিষয়: