অপপ্রচারের প্রতিবাদে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

ট্রেনে চাঁদা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের নেতাদের বিরুদ্ধে ‘লিঙ্গ পরিবর্তন’ সংক্রান্ত মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ১০ উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা কেন্দ্রীয় কারাগারের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে লতা, স্বর্ণা, কমলা সহ আরও অনেকই বক্তব্য রাখেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নয়ন ওরফে অন্তরা ‘হিজড়া’ পরিচয়ে ট্রেনে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি নিয়ে অভিযোগ আসলে তাকে ট্রেনে চাঁদা তোলা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অন্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে জোরপূর্বক লিঙ্গ পরিবর্তনের শিকার বলে দাবি করে ভিডিও প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, নয়নের এমন অপপ্রচারে প্রকৃত তৃতীয় লিঙ্গের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দলনেতা স্বর্ণা বলেন, ‘মদনের মতো প্রত্যন্ত এলাকায় লিঙ্গ পরিবর্তনের সার্জারি সম্ভব নয়। তার এসব দাবির প্রমাণ চাই। প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
যদিও জোর করে হিজড়া বানানোর বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন অভিযুক্ত নয়ন।
এদিকে ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।