বেরোবির সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তাধীন একটি মামলায় তাদের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ওই প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক অধ্যাপক একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং দুই ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এমএম হাবিবুর রহমান।
এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন ও অনুমোদন ছাড়াই ৩০ কোটিরও বেশি টাকার চুক্তি করেন। এছাড়া ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতের অর্থ এফডিআর হিসেবে জমা দিয়ে, তা লিয়েনে রেখে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ প্রদান করেন—যার মাধ্যমে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক কলিমউল্লাহ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে ছিলেন অধ্যাপক একেএম নূর-উন-নবী।