বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৩১, ৭ আগস্ট ২০২৫

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি সানাউল্লাহ

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, “আগামী মাস থেকে প্রবাসীদের জন্য ভোটার অ্যাডুকেশন কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।”

প্রবাসী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। তবে কোনো আসনে মনোনয়ন বাতিল বা প্রার্থীতা প্রত্যাহারের কারণে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে, সেসব আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেওয়া হবে।”

তিনি জানান, প্রতি লাখ ভোটারের জন্য পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় খরচ হবে ৬ থেকে ৭ কোটি টাকা। ভোটার তালিকা অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারাই জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

প্রতীকযুক্ত ব্যালট পাঠানো হবে প্রবাসীদের কাছে, তবে প্রার্থীর নাম থাকবে না। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে।

তিনি আরও জানান, দেশে আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও নির্বাচনী কাজে সংশ্লিষ্টরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ভোটের জন্য নিবন্ধনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে