মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আয়া মাসুমা মারা গেছে, নিহত বেড়ে ৩৫
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আয়া মাসুমা অবশেষে মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানান প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। ৩৮ বছর বয়সী মাসুমা লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল, যার মধ্যে শ্বাসনালিও ছিল ক্ষতিগ্রস্ত। মাত্র এক ঘণ্টা আগে ওই দিন সকালে একই ইনস্টিটিউটে মৃত্যু হয় জারিফ ফারহান নামে ১৩ বছরের এক শিক্ষার্থীর।