বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০০, ১৪ আগস্ট ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি: না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক মাহফুজা

মাইলস্টোন ট্রাজেডি: না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক মাহফুজা
ছবি: সংগৃহীত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় চব্বিশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক মাহফুজা খাতুন। মাহফুজার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত একজন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান বেলা পৌনে দুটায় তিনি মারা যান। 

মাইলস্টোনের স্কুলের প্রাথমিক শাখার শিক্ষক মাহফুজা খাতুনকে নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

প্রসঙ্গত গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৫ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, ২৩ জন রোগী এখনও হাসপাতালে ভর্তি আছেন।

সর্বশেষ