মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আয়া মাসুমা মারা গেছে, নিহত বেড়ে ৩৫

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আয়া মাসুমা অবশেষে মারা গেছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানান প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
৩৮ বছর বয়সী মাসুমা লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল, যার মধ্যে শ্বাসনালিও ছিল ক্ষতিগ্রস্ত। মাত্র এক ঘণ্টা আগে ওই দিন সকালে একই ইনস্টিটিউটে মৃত্যু হয় জারিফ ফারহান নামে ১৩ বছরের এক শিক্ষার্থীর।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। সবমিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু।
মাসুমার স্বামী সেলিম জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাইলস্টোন স্কুলে আয়া হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। পরিবার নিয়ে তুরাগের নয়ানগর এলাকায় বসবাস করতেন তারা।
ডা. শাওন বিন রহমান জানান, বার্ন ইনস্টিটিউটে এখনো ৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে আরও দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে।
গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ভয়াবহতায় সারা দেশ শোকাহত।