উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ জারিফের মৃত্যু

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত জারিফ ফারহান (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়াল।
জারিফ মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। দুই সন্তানদের মধ্যে জারিফ ছিল ছোট। তার পরিবার রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বসবাস করে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শ্বাসনালি ও শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এই ঘটনায় শুধু বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে ৩৯ জন রোগী ভর্তি আছেন, যাদের মধ্যে চারজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, শুক্রবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মোট ৫০ জন আহত হয়েছেন এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ৮ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
এ ছাড়া শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আরও একজন করে রোগী ভর্তি রয়েছেন।