রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ১৯ আগস্ট ২০২৫

মাইলস্টোনের ৩ শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

মাইলস্টোনের ৩ শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসেন নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যরা। তাঁদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ তৈরি হয় বৈঠকজুড়ে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এ শোক শুধু আপনাদের নয়, এটি জাতির শোক। যে দুঃসাহস, যে আত্মত্যাগ তাঁরা করেছেন, তা পৃথিবীর যেকোনো উন্নত জাতির কাছেও গর্বের বিষয় হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই শিক্ষকেরা আমাদের গর্ব, আমাদের আদর্শ। মানবতার দৃষ্টান্ত হিসেবে তারা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাদের স্মৃতি ধরে রাখার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, ‘দগ্ধ হওয়ার পরও ফোনে আমার সঙ্গে কথা হয়েছিল তার। নিজের সন্তানদের কথা চিন্তা না করে ছাত্রদের বাঁচাতে গিয়েই তার এ অবস্থা হয়েছে। আমাকে বলেছিল, ওরাও তো আমার সন্তান। ওদের রেখে কীভাবে চলে আসি?’

মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলেন, ‘মাকে হুইলচেয়ারে বসিয়ে মনে হয়েছিল, আমি বিশ্ব জয় করেছি। মা ছাড়া আমি এতিম হয়ে গেলাম। এখনো নিজের বাসায় ফিরতে পারিনি, মাকে ছাড়া সেখানে ফিরব কীভাবে?’

মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, ‘বোন অসুস্থ হলেও পরিবারের প্রতি তার দায়বদ্ধতা ছিল অসীম। আমাদের ছেলেমেয়েকেও নিজের সন্তানের মতো দেখত। স্কুল আর পরিবারই ছিল তার পৃথিবী।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন এস মুরশিদ, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খানসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের সাহসিকতা শুধু শিক্ষাক্ষেত্র নয়, গোটা সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

সর্বশেষ