বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৭:১৩, ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা যান।

অন্যদিকে, আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪০ জন। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন চিকিৎসাধীন আছেন।