তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। দুই অর্ধে সমান চারটি করে গোল করে বড় জয় নিশ্চিত করে তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন তৃষ্ণা।
২০ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে দলকে এগিয়ে দেন শিখা সিনহা। ৩৩ মিনিটে বাঁ পায়ের কর্নার সরাসরি জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তিন মিনিট পর শান্তির কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল করেন নবীরন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার পাস ধরে দৃষ্টিনন্দন প্লেসিং শটে নিজের প্রথম গোল পান তৃষ্ণা।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আফঈদারা দুই অর্ধে সমান চারটি করে গোল দেন প্রতিপক্ষের জালে, যা বড় ব্যবধানের জয় নিশ্চিত করে।
বিস্তারিত আসছে…