এশিয়া কাপে ’বি’ গ্রুপে বাংলাদেশ, সূচি চূড়ান্ত করল এসিসি

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় আলোচনার পর অবশেষে আজ (২৬ জুলাই) এসিসি সভাপতি মহসিন নাকভি ঘোষণা দিলেন এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সূচি ও ভেন্যুর।
এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। পুরো আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
৮ দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।
‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং
‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান
বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
প্রতিটি দল গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল পাবে সেমিফাইনালের টিকিট। এশিয়া কাপ ২০২৫ নিয়ে উন্মাদনায় ফুটছে ক্রিকেটবিশ্ব।