শেষ ম্যাচে ঘুরে দাঁড়াল পাকিস্তান, বাংলাদেশের লক্ষ্য ১৭৯

টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করেছে সফরকারীরা। ফলে বাংলাদেশকে হোয়াইটওয়াশের পথে জিততে হলে করতে হবে ১৭৯ রান।
শাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুবের দারুণ শুরুর ওপর ভর করে পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে পাকিস্তান। ৪৬ বলে ৮২ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করে ফেরেন সাইম, আর ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ফারহান।
ধীরগতির হারিস ১৪ বলে করেন মাত্র ৫ রান। হাসান নেওয়াজ ১৭ বলে ৩৩ করে শরিফুলের বলে ক্যাচ দেন। এরপর সাইফউদ্দিনের সুইংয়ে তালাত ফেরেন ১ রানে।
শেষদিকে মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৭ আর অধিনায়ক সালমান আগার ৯ বলে ১২ রানে পাকিস্তান পৌঁছে যায় চ্যালেঞ্জিং স্কোরে।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, নাসুম ২টি এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট শিকার করেন।