বিশ্বকাপে ছক্কা ঝড় তুলতে ‘পাওয়ার হিটিং’ কোচ আনছে বিসিবি

টি-টোয়েন্টিতে এখনও ছক্কা মারার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। এই ঘাটতি পুষিয়ে নিতে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ‘পাওয়ার হিটিং’ উন্নয়নে ইংলিশ কোচ জুলিয়ান উডকে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগস্টের শুরুতেই ঢাকায় পৌঁছে তিন সপ্তাহ টাইগারদের সঙ্গে কাজ করবেন উড। মিরপুরে ৬ আগস্ট থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে তিনি থাকবেন।
বিশ্বব্যাপী পাওয়ার হিটিং কোচ হিসেবে খ্যাতি পাওয়া উড এর আগে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গেও কাজ করেছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “হ্যাঁ, আগস্টে ঢাকায় যাচ্ছি। এশিয়া কাপের আগে তিন সপ্তাহ কাজ করব। এরপর থাকবো কিনা, সেটা বিসিবির সিদ্ধান্ত।”
উড মনে করেন, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, শুধু প্রয়োজন তথ্য ও নির্দেশনার। “ব্যাটিংয়ে এখন শক্তি দিয়ে শট খেলা বড় অংশ। আমি তাদের শেখাব কীভাবে সেই শক্তি সঠিকভাবে কাজে লাগাতে হয়,” বলেন তিনি।
এছাড়া মানসিকভাবে খেলোয়াড়দের আরও প্রস্তুত করতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগেরও পরিকল্পনা রয়েছে বিসিবির। এ জন্য ডেভিড স্কটকে বিবেচনা করা হচ্ছে, যিনি এর আগে হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন এবং খেলাধুলার মনোবিজ্ঞান নিয়ে কাজ করেন।
এক কর্মকর্তা জানান, “আমরা চাচ্ছি, বিদেশি মনোবিজ্ঞানীর পাশাপাশি স্থানীয় কাউকে রাখি, যেন ভাষাগত জটিলতা না হয় এবং স্থানীয়রাও অভিজ্ঞতা নিতে পারে।”
বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশের জন্য এটি হতে পারে ছক্কা মারার পথে এক বড় পদক্ষেপ।