বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ জুলাই ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তানও শেষ ম্যাচে জয়ের মাধ্যমে সম্মান রক্ষা করতে চাইবে।