বিশ্বকাপ প্রস্তুতিতে ডিসেম্বরে বিপিএল

২০২৬ টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। জাতীয় নির্বাচনের সময় বিবেচনায় রেখে স্লট নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নির্বাচনের তারিখ চূড়ান্ত হলে সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হতে পারে।
গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম জানান, “জাতীয় নির্বাচন মাথায় রেখে সম্ভাব্য সময় ঠিক করে আমরা প্রস্তুতি নিচ্ছি।” ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হলে বিপিএল শুরু হতে পারে ১৫ ডিসেম্বর থেকে, শেষ হবে ১৫ জানুয়ারির মধ্যে।
আইএমজি আয়োজনের দৌড়ে এগিয়ে
বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টে অংশ নিতে পাঁচটি প্রতিষ্ঠান বিড করেছে, যার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইএমজি (IMG) শীর্ষ পছন্দ বিসিবির। আইএমজি ২০০৮-২০২১ সাল পর্যন্ত আইপিএল আয়োজন করেছে। প্রতিষ্ঠান বাছাই প্রক্রিয়া শেষ হবে ৫ আগস্টের মধ্যে।
দল থাকবে ছয়টি, ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে ছয় বছরের জন্য
বিপিএলের ১২তম আসরে ছয়টি দল অংশ নিতে পারে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগের পর। ছয় বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার চিন্তা করছে বিসিবি। বিদেশি বিনিয়োগ ও স্পন্সরের অংশগ্রহণও প্রত্যাশা করা হচ্ছে।
ইমেজ ফেরাতে নতুন পরিকল্পনা
গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুবুল আনাম জানান, বিগত আসরগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বিপিএলকে আরও পেশাদারভাবে আয়োজন করা হবে। স্টেকহোল্ডারদের মতামত, ফ্র্যাঞ্চাইজি মনোনয়ন এবং কাঠামোগত পরিবর্তনের কাজ ইতোমধ্যে অনেকটাই এগিয়েছে।