বিশ্বকাপজয়ী কাকাকে ভক্তদের ব্যতিক্রমী পরামর্শ!

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ও ব্যালন ডি’অরজয়ী তারকা রিকার্ডো কাকা সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ক্যারোলিনা বাতিস্তা লেইটের সঙ্গে একটি রোমান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কিন্তু এই ছবির ক্যাপশন বা সৌন্দর্য যতই নিখুঁত হোক, ভক্তদের প্রতিক্রিয়া ছিল ঠিক উল্টো সুরে—তারা যেন একসুরে কাকাকে পরামর্শ দিচ্ছেন, এবার ‘পারফেক্ট’ হবেন না!
এ ধরনের প্রতিক্রিয়ার পেছনে কারণ রয়েছে। কাকার সাবেক স্ত্রী ক্যারোলিন সেলিকো একসময় বিচ্ছেদের ব্যাখ্যায় বলেছিলেন, “কাকা কখনো আমার সঙ্গে প্রতারণা করেনি। সবসময় আমার খেয়াল রেখেছে। দারুণ একটা পরিবার দিয়েছে। কিন্তু আমি সুখী ছিলাম না, কারণ সে আমার জন্য অনেক বেশি পারফেক্ট।”
এমন ব্যতিক্রমী বক্তব্যই আজ সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের খোরাক। কাকার সাম্প্রতিক ছবিতে মন্তব্য এসেছে প্রায় আড়াই লাখেরও বেশি। কেউ লিখেছেন, “এবার টাওয়েল ভিজিয়ে ফেলে রেখো রুমে।” আরেকজন বলেন, “বিয়ের বার্ষিকী ভুলে যাও।” কেউ পরামর্শ দিয়েছেন, “মাঝেমধ্যে দরজা না খুলে তাকে একটু দাঁড় করিয়ে রেখো।” এমনকি এক ভক্ত রসিকতা করে লেখেন, “মাঝে মাঝে তাকে না খাইয়ে রাখো!”
এইসব পরামর্শ নিছক ঠাট্টা হলেও, এতে ফুটে উঠেছে ভক্তদের ভালোবাসা, কৌতুকবোধ এবং সামাজিক ব্যতিক্রমী উপলব্ধির প্রতিচ্ছবি। তাদের বার্তা একটাই— ভালো থেকো, তবে এবার একটু ‘কম পারফেক্ট’ হয়ে।