বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ৩০ জুলাই ২০২৫

পিছিয়ে গেলেন মোস্তাফিজ, সেরা ব্যাটার তাওহিদ হৃদয়

পিছিয়ে গেলেন মোস্তাফিজ, সেরা ব্যাটার তাওহিদ হৃদয়
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ পারফর্ম করে শীর্ষ দশে উঠেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে শেষ ম্যাচে না খেলায় র‍্যাংকিংয়ে পিছিয়ে গেলেন তিনি।

বাঁহাতি এই পেসার তিন ধাপ অবনতি হয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছেন ১২ নম্বরে। একইভাবে এক ধাপ করে পিছিয়েছেন শেখ মেহেদী (১৭), তাসকিন আহমেদ (২৮) ও তানজিম হাসান সাকিব (৩৮)।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে উপরে তাওহিদ হৃদয়। তিনি ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৩৯ নম্বরে। অন্যদিকে, ব্যর্থতার কারণে পাঁচ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন ওপেনার তানজিদ তামিম।

সিরিজ জয় উদযাপনের পাশাপাশি এই পারফরম্যান্সগুলো র‍্যাংকিংয়ে কিছুটা প্রভাব ফেলেছে, যা আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন অনুপ্রেরণা হতে পারে।

সম্পর্কিত বিষয়: