রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১৬:৫২, ২৩ জুলাই ২০২৫

পাকিস্তানকে হারিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষ দশে মুস্তাফিজ

পাকিস্তানকে হারিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষ দশে মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে নাটকীয় জয়ে দলের নায়ক হয়ে উঠেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির সাপ্তাহিক র‍্যাংকিংয়েও পেয়েছেন বড় স্বীকৃতি—১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন শীর্ষ দশে।

সিরিজের শেষ ম্যাচে জয়ের সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৩ রান। মুস্তাফিজ প্রথম বলেই চার হজম করলেও দ্বিতীয় বলেই আহমেদ দানিয়ালকে আউট করে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন। শামীম হোসেনের ক্যাচে ধরা পড়া সেই উইকেটেই উল্লাসে ফেটে পড়ে টাইগার শিবির। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ একটি উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়েন বাংলাদেশের ইতিহাসে বোলিং কোটা পূর্ণ করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড।

এই পারফরম্যান্সের ফলে আইসিসির নতুন র‍্যাংকিংয়ে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে উঠে এসেছেন ‘কাটার মাস্টার’। শেখ মেহেদী ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে, আর সমান ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব আছেন কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে। সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেট নেওয়া শরীফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৩ নম্বরে। বোলারদের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, যার রেটিং ৭৩৩।

ব্যাটিং র‍্যাংকিংয়েও এসেছে বড় পরিবর্তন। তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। ২ ধাপ এগিয়ে তাওহিদ হৃদয় ৩৯ নম্বরে, আর গতকালের ম্যাচে হাফসেঞ্চুরি করে ম্যাচসেরা হওয়া জাকের আলি অনিক ১৭ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৪ নম্বরে, হার্দিক পান্ডিয়া ও ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে। পারভেজ হোসেন ইমন ২২ ধাপ এগিয়ে এখন ৬৩ নম্বরে। ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, যার রেটিং ৮৪৭।

অলরাউন্ডার বিভাগেও উন্নতি পেয়েছেন বাংলাদেশের শেখ মেহেদী। ১৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৫ নম্বরে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে ৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ ৭ ধাপ এগিয়ে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া, যার রেটিং ২৫২।