প্রকাশ্যে রামদা-চাপাতির কোপে নিহত সাংবাদিক তুহিন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বাদশা মিয়া নামে এক ব্যক্তির ওপর কয়েকজন অস্ত্রধারী হামলার চেষ্টা করেন। এ সময় সাংবাদিক তুহিন ঘটনাটি মোবাইলে ভিডিও করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্রধারীরা তাকে ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে তিনি ঈদগাহ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তবে সেখানেই দুর্বৃত্তরা রামদা, চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী এক চা দোকানি জানান, পাঁচ-ছয়জন যুবক দোকানে ঢুকে তুহিনকে কোপাতে থাকে। থামানোর অনুরোধ করলে তারা গালাগালি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি ভয়ে লুকিয়ে পড়েন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে—অন্য এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।