শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৪:১২, ২৬ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনের খুনিদের ঠাঁই নেই: প্রেস সচিব

জুলাই আন্দোলনের খুনিদের ঠাঁই নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা থাকতে জুলাই আন্দোলনের খুনিদের বাংলাদেশে কোনো স্থান নেই। তিনি বলেন, দেশ যতক্ষণ না সঠিক পথে না আসে, তরুণরা তাদের আন্দোলন চালিয়ে যাবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা যদি ব্যর্থও হই, ফারহান ফাইয়াজের মতো তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। জাতি পিছিয়ে নেই, বরং এগিয়ে যাচ্ছে। আমাদের যদি নর্দমায় ফেলে দেওয়া হয়, তবুও তরুণরা তাদের পথ খুঁজে নেবে।

তিনি জুলাই আন্দোলনকে একটি ‘গণবিপ্লব’ আখ্যা দিয়ে বলেন, এটি তরুণদের বিপ্লব। এরা গোল্ডেন জেনারেশন, বাংলাদেশ সত্যিই ভাগ্যবান।

ফারহান ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে বলেও তিনি আশ্বাস দেন। শহীদরাই ভবিষ্যতের দিকনির্দেশক, উল্লেখ করে তিনি বলেন, ফাইয়াজকে যারা গুলি করেছে, তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহংকারে কথা বললেও, আমরা থাকতে তাদের এ দেশে ঠাঁই মিলবে না।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, জুলাই আন্দোলন একটি ‘অর্গানিক বিপ্লব’। অনেকেই এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করলেও, একটি ঘোষণাপত্র বা ইশতেহারের অভাবে এটি এখনো পূর্ণাঙ্গ গণবিপ্লব হয়ে উঠতে পারেনি।

তিনি আরও বলেন, ফাইয়াজ বিপ্লবের নেতা হতে পারেননি, তবে তিনি গণ-অভ্যুত্থানের এক দফার প্রতীক হয়ে উঠেছেন। তিনি যদি নেতৃত্বে থাকতেন, তাহলে শহীদ পরিবারগুলোর বিচারহীনতার বেদনা হয়তো থাকত না।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে স্বৈরশক্তির পতন শুরু হলে তৎকালীন সরকার পুলিশ বাহিনীকে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেয়। ওই দিন পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ প্রাণ হারান।