ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতির নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ অগ্রগতির ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেসসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ চান না। তিনি ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রশাসনিক ও আইনশৃঙ্খলাবিষয়ক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটারদের সুবিধার্থে ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিতে ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।