শেখ হাসিনার পালানোর আর কোন পথ নেই: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার পালানোর আর কোনো পথ নেই। গণআন্দোলনের প্রেক্ষাপটে বিবিসির সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির রিপোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উল্লেখ রয়েছে।
তিনি বলেন, এই প্রতিবেদনের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। তার ভাষায়, ‘শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। দমননীতি ও সহিংসতার জন্য তার কোনো দায় এড়ানোর সুযোগ নেই। যারা তার নির্দেশে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, তারাও শাস্তি এড়াতে পারবে না।’
বিবিসির অনুসন্ধানী ইউনিট 'বিবিসি আই ইনভেস্টিগেশন' তাদের প্রতিবেদনে দাবি করেছে, ২০২৩ সালের ১৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন। একটি ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘যেখানেই ওদের পাওয়া যাবে, গুলি করা হবে।’
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর এই নির্দেশের অডিও রেকর্ডটি বিবিসির হাতে আসে এবং তারা সেটির সত্যতা যাচাই করে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিষয়টি তদন্ত করে নিশ্চিত করেছে যে, অডিওতে শোনা যাওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ফাঁস হওয়া এই রেকর্ডকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহলে এ নিয়ে প্রতিক্রিয়া এবং সম্ভাব্য বিচারিক পদক্ষেপের দিকেও দৃষ্টি যাচ্ছে।