নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় ঘোষণা করেছেন, সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী দাবি করতে পারবে না যে তার সঙ্গে অন্যায় করা হয়েছে। নির্বাচনের সময় সমান সুযোগ নিশ্চিত করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি আরও ভালো হবে।’