শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ জুলাই ২০২৫

‘জাতীয় সংস্কারক’ স্বীকৃতি চাননি ইউনূস, জানালেন প্রেস সচিব

‘জাতীয় সংস্কারক’ স্বীকৃতি চাননি ইউনূস, জানালেন প্রেস সচিব
ছবি: ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ স্বীকৃতি চাননি, এমন তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাইকোর্টে দায়ের হওয়া একটি রিটে ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার কারণ জানতে চাওয়া হলেও, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই, এবং ড. ইউনূস নিজেও এমন স্বীকৃতি চাননি।

প্রেস সচিব লেখেন, ‌“মনে হচ্ছে রিটটি ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে এবং নির্দেশনা চাওয়ার ভিত্তিও অস্পষ্ট। সরকার বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

এর আগে সোমবার (১৪ জুলাই) হাইকোর্ট প্রধান উপদেষ্টা ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করে। একইসঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণও জানতে চাওয়া হয়েছে।

রুলে জনপ্রশাসন, প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, আইন, তথ্য ও অর্থ সচিবদের বিবাদী করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: