‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী আর কেউ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার মতো বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনকারী আর কেউ নেই।'
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার আগে সাক্ষাৎকারগুলো পড়তে হবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে পারবে।'
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার যারা নিচ্ছেন, তাদের তার অতীত কর্মকাণ্ড মনে রাখা উচিত। জাতিসংঘের প্রতিবেদনে তাঁর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ রয়েছে। আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমও উল্লেখ করেছে তিনি সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন।'
রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ না দিলে দলটি ভোট বর্জন করতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, আমরা এটা এখনো দেখিনি। তবে আওয়ামী লীগ তো এখন কার্যত নেই। কেবল দু-একটি ঝটিকা মিছিল দেখা যায়, হয়তো সেই অনুযায়ী কেউ কিছু সুবিধা পায়, এই তো।'
প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনার দাবিগুলো যেন একপক্ষীয়ভাবে প্রচার না পায়, তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর দলের যে বক্তব্য জমা হয়েছে, তাতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখ নেই এটি দুঃখজনক।'
তিনি অভিযোগ করেন, 'দেশের টাকা বিদেশে পাচার করে যুক্তরাজ্যের অন্যতম দামি আইন সংস্থা ভাড়া করা হয়েছে এসব ইস্যুতে কাজ করার জন্য, আর দেশের ভেতর থেকেও কেউ কেউ সেটি সমর্থন করছে।'



























