ভারতে দুই নারী অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে শ্লীলতাহানি, অভিযুক্ত আকিল খান গ্রেফতার
						ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড এলাকায় হেঁটে বেড়াচ্ছিলেন ওই দুই অজি ক্রিকেটার। এ সময় এক বাইক আরোহী তাদের দীর্ঘক্ষণ অনুসরণ করেন এবং পরে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে দ্রুত পালিয়ে যান।