রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১২, ২ নভেম্বর ২০২৫

জামালপুরে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানি আমতলী এলাকা থেকে বৈশাখী আক্তার (৮)-এর মরদেহ পাওয়া গেছে। নিহত বৈশাখী আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। বিষয়টি মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন।

নিহত পাঁচ শিশুর মধ্যে চারজনের মরদেহ আগেই উদ্ধার করা হয়েছিল। শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুরা। পরে ফায়ার সার্ভিসের টিম সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানি আমতলী এলাকা থেকে দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), এবং সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নূর ইসলামের মেয়ে সাইবা আক্তার (৯)-এর মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন।

পরদিন শনিবার দুপুরে আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তার (৮)-এর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। তবে বৈশাখী আক্তারের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান স্থগিত করা হয়।

সদ্য সংবাদ/ ফারিয়াজ ফাহিম

সর্বশেষ