৫ দফা দাবিতে জামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধর্মঘট
পাঁচ দফা দাবিতে জামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চালকদের ধর্মঘট চলছে। রোববার (২ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
শহরের বিভিন্ন মোড়ে ইজিবাইক মালিক ও চালকরা অবস্থান নিয়েছেন ধর্মঘট সফল করতে। এতে অফিসগামী, আদালতগামী ও শিক্ষার্থীদের হাঁটতে হয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
চালকরা জানান, দুপুর পর্যন্ত ধর্মঘট চলবে। দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।
ফৌজদারি মোড়ে অবস্থানরত ইজিবাইক চালক আজাদ মিয়া বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকসহ সরকারি সব দপ্তরে দিয়েছি।’
পাঁচ দফা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১. লাইসেন্স ফি বৃদ্ধি করা যাবে না। ২. পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সব গাড়ি শহরে চলাচল করতে পারবে। ৩. গাড়িতে নির্দিষ্ট রঙ (কালার কোড) করার বাধ্যবাধকতা থাকবে না। ৪. বাইরের কোনো গাড়ি শহরে চলাচল করতে পারবে না। ৫. গ্যাপ দিয়ে গাড়ি চালানোর নিয়ম বাতিল করতে হবে।
শহরের ফৌজদারি মোড়ে দেখা যায়, শত শত মানুষ হেঁটে চলাচল করছে, রাস্তায় কোনো ইজিবাইক দেখা যাচ্ছে না।
দিগপাইত থেকে আসা আব্দুর রশিদ নামে এক ব্যক্তি বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশায় দিগপাইত থেকে শহরে আসতাম, এখন দেখি অটোরিকশা নেই। আদালতে কাজ আছে, তাই হেঁটে যাচ্ছি—কী আর করার!’
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম বলেন, ‘ইজিবাইক ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আজ চালকরা ধর্মঘট ডেকেছেন। দুই পক্ষের দুটি স্মারকলিপি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে পৌর প্রশাসন ও জেলা প্রশাসন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।’
সদ্য সংবাদ/ ফারিয়াজ ফাহিম



























