শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ১৪ নভেম্বর ২০২৫

দুই যুগ পর জামালপুরে আসছে রক ফেস্ট ২.০

দুই যুগ পর জামালপুরে আসছে রক ফেস্ট ২.০

দীর্ঘ দুই যুগ পর আবারও রক সঙ্গীতের জোয়ার বইতে যাচ্ছে জামালপুরে। আগামী ১৯ নভেম্বর জামালপুর জেলা অডিটোরিয়ামে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২.০ ২০২৫’।

ফেস্টে মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়ক সাইফ শুভ এবং কিংবদন্তি ব্যান্ড লালন। এছাড়াও পারফর্ম করবে ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্ল্যাক সোল্ডার্স এবং রাফি।

আয়োজকরা জানান, দীর্ঘ বিরতির পর জেলা পর্যায়ে এমন একটি বৃহৎ রক ফেস্ট আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

রক ফেস্টটি সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। জামালপুরের সংগীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ফেস্টকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।