জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেপ্তার ৮ জন
জামালপুর জেলার সাত থানার বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
জেলার জামালপুর সদর, সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় ৭টি থানা, ২টি পুলিশ ফাড়ি এবং ১১টি পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট অভিযানের কার্যক্রম চলছে। বিষয়টি দুপুর ১টায় নিশ্চিত করেছেন জামালপুর পুলিশ কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক মোঃ গোলাম সরোয়ার।
এদিকে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ ও সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানিয়েছেন, তাদের থানা এলাকায় অভিযান অব্যাহত আছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্ব) পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ জানান, সদর থানার ফতেপুর হাজীবাড়ী এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে ও ১০নং শ্রীপুর ইউপির ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সামছুল ইসলাম বুলবুল (৪৫), মোঃ হাবিবুর রহমানের ছেলে ও জামালপুর পৌরসভার ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ আলাল উদ্দিন (৫৪) এবং পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের আব্দুল মোমেনের ছেলে ও জামালপুর জেলা ছাত্রলীগের কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মিনহাজ (২৭) কে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ঘ এবং ১৮৬০ পেনাল কোডের ১৪৩/১৪৮/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সরুলিয়া গ্রামের মোঃ নূরল ইসলাম তহুরের ছেলে ও ১ নং সুরমুট ইউনিয়ন যুবলীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সানোয়ার হোসেন (৩০) এবং মরাইলদার গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ও ০৩ নং মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৬) কে ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩৭৯/৪২৭/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ Explosive Substances Act 1908 19(a) এবং The Arms Act 1878 ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ. স. ম. আতিকুর রহমান জানান, মৌজা জাল্লা (পোদ্দারপাড়া সীমানীড়) এলাকার মৃত নৃপেন্দ্র চন্দ্র দত্তের ছেলে ও ইসলামপুর শহর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শ্রী রতন কুমার দত্ত (৫৩) কে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) এবং বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ (সংশোধন/২০০২) এর ৩ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান, উৎমারচর এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে ও সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম (২১) কে ১৪৮/৩৪১/৪৩৫/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, খেওয়ারচর (জব্বারগঞ্জ বাজার) এলাকার মৃত ছামিউল হকের ছেলে ও ৭নং মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আইয়ুব আলী (৫৫) কে ১৪০/৩৪১/৩২৩/৩০৭/৪৩৬/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (সংশোধনী/২০০২) এর ৩/৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।ৎ
সদ্য সংবাদ/ ফরিয়াজ ফাহিম



























