ইবিতে স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণে স্মারকলিপি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম, সুইমিং পুল, আধুনিক জিমনেসিয়াম ও খেলাধুলায় পর্যাপ্ত বাজেট প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’ প্লাটফর্মের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন হলেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া-সংস্কৃতি অবকাঠামো এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পূর্ণাঙ্গ খেলার মাঠ ও সুইমিং পুল না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের উদ্যোক্তা এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও বাজেট ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।
স্মারকলিপি গ্রহন শেষে উপাচার্য বলেন, আমাদের খেলার মাঠকে স্টেডিয়ামে রুপান্তর এবং সুইমিংপুল নির্মাণের ব্যাপারে শিক্ষার্থীদের স্মারকলিপি মাননীয় ক্রীড়া উপদেষ্টা বরাবর পাঠানোর ব্যবস্থা করবো। জিমনেসিয়াম সরঞ্জাম উন্নয়নের জন্য অলরেডি আমি বলে দিয়েছি।
এস.এম.শাহরীয়ার স্বাধীন/এসএইচ



























