বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ঐকমত্য কমিশন ঐক্য নয়, অনৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে: সালাহউদ্দিন আহমদ
‘দেশকে এগিয়ে নিতে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকারকে তুলে ধরুন’
আ.লীগকে নির্বাচন ফিরিয়ে আনার সাহস জাপা কোথা থেকে পায়: নাহিদ ইসলাম
হাসিনা ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী কবির রিজভী
দুই বিমান হারিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
সংসদ নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম
নিজেই সাজিয়েছেন নিজের অপহরণের নাটক: জিএমপি
ট্রাম্পের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ২৮ অক্টোবর ২০২৫

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনগরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনগরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের আহ্বানে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি আলিবাদ গোলচত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক আলী আজ্জম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুল রহমান মঞ্জু, সাবেক পৌর মেয়র মাইন উদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হাজি আবু সাঈদ ও হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক যুবদল সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, “তাপস ভাই আহত মুকুলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং প্রয়োজনে ব্যাংককে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করবেন বলে ঘোষণা দিয়েছেন। এমন নেতৃত্ব পাওয়া নবীনগরের মানুষের জন্য সৌভাগ্যের বিষয়।”

সমাবেশ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

সর্বশেষ