বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:০৯, ২৯ অক্টোবর ২০২৫

ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির (এএ) সদস্যরা।

বুধবার (২৯ অক্টোবর) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ শিকারে গেলে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে ট্রলারটি ও তাতে থাকা সাত জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনাটির পর থেকে স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, ‌‘একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।’

সদ্য সংবাদ/এসএইচ
 

সর্বশেষ