চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যু এবং প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ সময় হয় অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে উপজেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটির প্রতিবাদে উলিপুর শহরের মসজিদুল হুদা মোড়ে 'উলিপুরের সচেতন ছাত্র জনতা' ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সচেতন মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নবজাতকের নানী রুবিনা বেগম, আসাদুজ্জামান আসাদ, ছাত্র নেতা নাজমুল হাসান, মনির হোসাইন, সারফারাজ সৌরভ, রোমিও হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, 'উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকসহ সব বেসরকারি ক্লিনিকে নিয়ম-শৃঙ্খলার চরম অভাব রয়েছে। এসব ক্লিনিকে অনিয়ম, রক্ত বাণিজ্য ও ভুল চিকিৎসা বন্ধে প্রশাসনের জরুরি তদন্ত প্রয়োজন। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসক, নার্স ও মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্য়রদান করতে হবে।'
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর উলিপুর পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকার বেলাল বকসীর স্ত্রী বিথি খাতুন সন্তান প্রসবের জন্য ডক্টরস কমিউনিটি ক্লিনিকে ভর্তি হন। ওই রাতেই নবজাতকের জন্ম হয় এবং মায়ের জরায়ু কেটে ফেলা হয়। পরদিন নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় ২৪ অক্টোবর নবজাতকের বাবা বেলাল বকসী থানায় লিখিত অভিযোগ করেন।
ক্লিনিকটির পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, 'ওই রোগীর প্রথম সন্তান ছিল এটি। এ কারনে পরিবারের পক্ষ থেকে সিজারিয়ান না করার অনুরোধ ছিল। ফলে জরায়ু অপারেশন করে নবজাতককে বের করা হয়। এ সময় নবজাতকের শ্বাসকষ্ট শুরু হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার বিষয়টি সত্য নয়।'
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, 'অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
আতিকুর রহমান/এমটি



























