জুলাই সনদ বাস্তবায়নে তিন দাবি এনসিপির
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৯ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবিগুলো তুলে ধরে এনসিপি।
লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি পূরণ না হওয়ায় এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি। জুলাই সনদ শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার কাগুজে দলিল নয়। জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি থাকা জরুরি। সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
লিখিত বক্তব্যে দলটি আরও জানায়, এনসিপির আপসহীন অবস্থানের কারণেই জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। এনসিপি মনে করে, এটি তাদের অনড় অবস্থানেরই ইতিবাচক ফল। পাশাপাশি তারা ঐকমত্য কমিশনের প্রচেষ্টারও প্রশংসা করে।
৪৮টি প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট হওয়ায় সেগুলোর বাস্তবায়নে বিশেষ মনোযোগ দরকার বলে জানিয়েছে এনসিপি।
দলটি জানিয়েছে, সরকারকে অবশ্যই কমিশন প্রস্তাবিত প্রথম খসড়া (প্রস্তাব–১) গ্রহণ করতে হবে। কারণ এই খসড়ার ৮(ঙ) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কাজ শেষ করতে না পারলে বিল স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে এবং তা আইনে রূপ নেবে।
দলটি অভিযোগ করেছে, কমিশনের দ্বিতীয় প্রস্তাবে (প্রস্তাব–২) কোনো স্পষ্ট বক্তব্য না থাকায় পুরো সংস্কার প্রক্রিয়াই অনিশ্চয়তায় পড়তে পারে। তাই তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, প্রথম প্রস্তাবকেই (প্রস্তাব–১) বাস্তবায়নের রূপরেখা হিসেবে গ্রহণ করতে। একই সঙ্গে প্রস্তাবের কিছু ধারায় যে ভাষাগত অস্পষ্টতা রয়েছে, তা সংশোধনেরও আহ্বান জানায় এনসিপি।
দ্বিতীয় দাবি হিসেবে জানিয়েছে, গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন করে তা জনগণের কাছে উন্মুক্ত করতে হবে।
সদ্য সংবাদ/এমটি



























