নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ঐকমত্য কমিশনের প্রতিবেদনে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। অবিলম্বে প্রতিবেদন সংশোধনেরও দাবি জানান তিনি।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, 'মঙ্গলবার ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। আমরা যেসব বিষয়ে একমত ছিলাম না, সেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। কমিশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল, আমাদের সেই নোটগুলো প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে। কিন্তু অবাক হয়ে দেখলাম, প্রকাশিত প্রতিবেদনে সেগুলো নেই। তাহলে ঐকমত্য কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ছাড়া কিছু নয়।'
'সংস্কার নয়, বরং সংকটমুক্তির মূল চাবিকাঠি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'অবিলম্বে এই বিষয়গুলো সংশোধন না করলে এটি ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি করবে। দেশের বর্তমান সংকটের সমাধান একমাত্র অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই সম্ভব।'
তিনি আরও বলেন, 'আমরা শুরু থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের পার্লামেন্ট গঠন করা সম্ভব। সেই পার্লামেন্টই সংবিধানের কাঠামোর ভেতর থেকে দেশের সকল সমস্যার সমাধান করবে।'
বিএনপি সংস্কারবিরোধী এমন প্রচারণাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন তিনি।
'বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে' উল্লেখ করে ফখরুল বলেন, 'তারপরও সচেতনভাবে এমন প্রচারণা চালানো হচ্ছে যেন বিএনপি সংস্কারবিরোধী দল। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা।'
তিনি সতর্ক করে বলেন, 'নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অস্থিতিশীলতা বাড়বে এবং বিরুদ্ধ শক্তিগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা ছাড়া বিকল্প নেই।'
সদ্য সংবাদ/এমটি



























