সিরাজগঞ্জ-১ আসনে আপ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু
দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার রাকিব।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পিপুলবাড়িয়া বাজারে ইউনাইটেড পিপলস পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার রাকিব বলেন, 'আমরা শান্তি, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নেমেছি। জনতার ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। কাজীপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যাগুলো সমাধান করতেই ইউনাইটেড পিপলস পার্টি বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে কাজীপুরের জনগণ পরিবর্তন চায়। আমরা মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবো। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখাবে।'
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় এলাকায় গণসংযোগ পরিচালনা করেন।
শুভ সেখ/এমটি



























